ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট ইউনিটে কাজের সুযোগ! মেয়েদের জন্য বেরিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি! ১১ তারিখের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন বিস্তারিত।

৫ ই অক্টোবর পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল (District Mission Management Unit and District Rural Development cell) এর তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। কেবলমাত্র মেয়েরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিক হবে এই কাজ। পদের নাম কী? কত টাকা বেতন? আবেদন করার শর্ত কী? কোথা থেকে পাবেন আবেদন পত্র? আবেদন পদ্ধতি কী? আবেদন পত্র জমা করার শেষ তারিখ কবে? এই সব প্রশ্নের উত্তর দিলে নিন আজকের প্রতিবেদনে।

পদের নাম :-

কমিউনিটি রিসোর্স পার্সন (IFC) পদে কাজের জন্য মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করা হবে।

ভ্যাকেন্সি :-

শূন্য পদ রয়েছে ১২ টি।

বেতন :-

প্রতি মাসে ৭ হাজার ৫০০ টাকা ক’রে বেতন দেওয়া হবে।

আবেদন করার শর্তাবলী :-

১. আবেদনকারী কে আনন্দধারা SHG -র সদস্য হতে হবে।
২. আবেদনকারী যেন SHG, CLF অথবা অন্য কোন ব্যাংকের ঋণ খেলাপকারী (Loan defaulter) না হন।
৩. আবেদনকারী কে নিজের গ্রামের বাইরে যেতে হতে পারে। সে ক্ষেত্রে শারীরিক ও মানসিকভাবে তাঁকে প্রস্তুত থাকতে হবে।
৪. একই পঞ্চায়েত অথবা গ্রামের বাসিন্দা হতে হবে।
৫. আবেদনকারীর বাচনভঙ্গি ও উচ্চারণ স্পষ্ট আর ভালো হতে হবে।
৬. টাকা পয়সা অথবা পাওয়ারের কথা না ভেবে মানুষের কাছে পৌঁছানো আর তাঁদের সাহায্য করার মতো মানসিকতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :-

আবেদনকারী -কে ন্যূনতম দশম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও এগ্রিকালচার (Agriculture), লাইভস্টক (Livestock) ও মৎস্য সম্পর্কে জানতে হবে।

নির্বাচন পদ্ধতি :-

আবেদনকারীদের সবার প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় তাঁদের আনন্দধারা, কৃষি ও খামার সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর রিজোলিউশন খাতা, ক্যাশ খাতা, সেভিংস বুক লোন লেজার সম্বন্ধে পরীক্ষা নেওয়া হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ব্যক্তিগত ইন্টারভিউ নেওয়া হবে। তবে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। পরীক্ষার সময় মোবাইল ফোন সহ যে কোন ইলেকট্রনিক গ্যাজেট (Electronic Gadgets) ব্যবহার করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে প্রার্থীকে বাতিল করা হবে।

আবেদন পদ্ধতি :-

আবেদন পত্র কেবলমাত্র কঙ্কশা, দুর্গাপুর ফরিদপুর ডেভলপমেন্ট ব্লকের বিডিও অফিসে পাওয়া যাবে। আবেদন পত্র পূরণ করে মুখ বন্ধ খামে জমা করতে হবে। ওই একই অফিসে আবেদন পত্র জমা করতে হবে।

প্রয়োজনীয় নথি :-

১. নিজস্ব সই সহ মাধ্যমিক অথবা সমমর্যাদা সম্পন্ন যে কোন পরীক্ষার এডমিট কার্ড‌।
২. নিজস্ব সই সহ শেষ পরীক্ষা পাসের রেজাল্ট।
৩. গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারা জারি করা বসবাসের শংসাপত্র।
৪. কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকলে সেটি যুক্ত করতে হবে।

আবেদন পত্র জমা করার শেষ তারিখ :-

আবেদন পত্র ১১ ই অক্টোবর ২০২৩ পর্যন্ত জমা করা যাবে।

এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভলপমেন্ট সেল (District Mission Management Unit and District Rural Development cell) -এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।

Leave a Comment