জয় বাংলা পেনশন প্রকল্প ( ২০২১-২০২২) । আবেদন ও সুবিধা

আপনি যদি জয় বাংলা পেনশন প্রকল্পের সম্পর্কে জানতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। জয় বাংলা পেনশন স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন, করা আবেদন করতে পারবে এবং কী কী সুবিধা পাবেন তা আমরা আপনাকে বলব।

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত দরিদ্র তপশিলি জাতি এবং উপজাতির লোকদের সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২০২০ সালের মে মাসে দুটি নতুন পেনশন প্রকল্প চালু করেছেন। সেই পেনশন প্রকল্পটির দুটি জয় বাংলা পেনশন প্রকল্পের অধীনে রয়েছ। আপনার যদি ঘর না থাকে তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনায আবেদন করুন।

জয় বাংলা পেনশন প্রকল্পটি কি ?

জয় বাংলা পেনশন প্রকল্পটি কোনো একক পেনশন প্রকল্প নয়। এটি একটি ছাতার তলায় থাকা অনেকগুলি প্রকল্পের সমন্বয়ে গঠিত একটি একক প্রকল্প। মনে রাখবেন পূর্বে চলমান কিছু ভাতা ভবিষ্যতে জয় বাংলা পেনশন স্কিমের সাথে একত্রিত করা হবে। ভবিষ্যতে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এমন প্রকল্পগুলির তালিকা নিচে দেওয়া হলো ৷

  1. তপশিলি বন্ধু প্রকল্প
  2. জয় জোহার প্রকল্প
  3. মানবিক প্রকল্প
  4. কৃষক বার্ধক্য ভাতা
  5. তাঁত শিল্পী বার্ধক্য পেনশন 
  6. বার্ধক্য পেনশন স্কিম (W&CD)
  7. বার্ধক্য ও বিধবা পেনশন স্কিম (P&RD, UD&MA)
  8. লোক প্রসার প্রকল্প

বর্তমানে তপশিলি বন্ধু প্রকল্প ও জয় জোহার প্রকল্প দুটি জয় বাংলা প্রকল্পের মধ্যে রয়েছ।এই প্রকল্পটি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। তপশিলি বন্ধু প্রকল্প এবং জয় জোহার প্রকল্প দুটি প্রাথমিক ভাবে বাস্তবায়িত করা হচ্ছে। আমাদের সমাজ থেকে পিছিয়ে পড়া তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিকে সাহায্য করার জন্য তপশিলি বন্ধু প্রকল্প ও জয় জোহার চালু করা হয়েছে।

জয় বাংলা পেনশন স্কিমের সুবিধা

বর্তমানে এই প্রকল্পের মধ্যে দুটি স্কিমে রয়েছ। তাই এখন প্রকল্পের লাভ নিতে হলে তফসিলি জাতি বা তফসিলি উপজাতি হতে হবে।

  • এই স্কিমে প্রতি মাসে 1000 টাকা পেনশন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।
  • এটি পশ্চিমবঙ্গের সমস্ত পেনশন প্রকল্পগুলিকে এক জায়গায় এনে সহজতর করবে ৷
  • এই প্রকল্পের মাধমে সমস্ত পেনশন প্রকল্পের ডিজিটালাইজেশন করা প্রধান লক্ষ্য।

আবেদন করার যোগ্যতা

জয় বাংলা পেনশন প্রকল্পের লাভ নিতে হলে আপনার নিম্নলিখিত যোগ্যতা থাকা দরকার :-

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারীদের বয়স 60 বছর বা তার বেশি হতে হবে।
  3. তপশিলি বন্ধু প্রকল্প অথবা জয় জোহার প্রকল্পে আবেদনকারীকে অবশ্যই তফসিলি জাতি বা তফসিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।
  4. অন্য কোনো পেনশন পেলে আবেদনকারী আবেদন করতে পারবেন না
  5. বিধবা পেনশন প্রকল্প শুধুমাত্র বিধবাদের জন্য।

প্রয়োজনীয় কাগজপত্র

পশ্চিমবঙ্গ জয় বাংলা পেনশন স্কিমের জন্য আবেদন করার সময় নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন : –

  1. পাসপোর্ট ফটোগ্রাফ
  2. জাত শংসাপত্রের অনুলিপি
  3. ডিজিটাল রেশন কার্ডের কপি
  4. যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্রের অনুলিপি
  5. ভোটার আইডির কপি
  6. আবাসিক শংসাপত্রের অনুলিপি (স্ব-ঘোষণা)
  7. আয়ের শংসাপত্রের অনুলিপি (স্ব-ঘোষণা)
  8. ব্যাঙ্ক পাস বুকের কপি

জয় বাংলা পেনশন প্রকল্পে কীভাবে আবেদন করবেন

পশ্চিবঙ্গের জয় বাংলা স্কিমের আবেদন করার জন্য আপনাকে নীচে দেওয়া নিম্নলিখিত আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে :-

আমি নিচে জয় বাংলা স্কিমের আবেদন করার জন্য ফর্ম এর ডাউনলোড লিংক দিয়ে দিলাম। আপনি চাইলে ফর্মটি ডাউনলোড করতে পারেন অথবা https://wb.gov.in/ তে গিয়ে পশ্চিমবঙ্গ বাংলা পেনশন স্কিম নিবন্ধন বিকল্পটিতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।

গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিস ও পৌরএলাকার ক্ষেত্রে সাব-ডিভিশনাল অফিসে অথবা কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আবেদন পত্র টি পায়ে যাবেন।

আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন এবং এতে বিশদ বিবরণ পূরণ করুন যেমন সুবিধাভোগীর নাম, লিঙ্গ, DOB, বয়স, পিতার নাম, মায়ের নাম, জাত ইত্যাদি। তারপর তালিকা অনুযায়ী নথি সংযুক্ত করে।

গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিস(BDO) ও পৌরএলাকার ক্ষেত্রে সাব-ডিভিশনাল অফিসে (SDO) অথবা কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আবেদন পত্রটি জমা দিন।

আবেদনপত্রটি জমা দেবার সময়ে সমস্ত আসল কাগজপত্র নিয়ে যাবেন।আবেদন জমা দেওয়ার পর স্বীকৃতি স্লিপ(Acknowledgement slip) সংগ্রহ করতে ভুলবেন না। এছাড়াও ‘দুয়ারে সরকার’ এর ক্যাম্পের মাধ্যমে আবেদন করা যায়। 

আবেদনপত্র কোথায় পাওয়া যায়?

গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিস(BDO)
মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সাব-ডিভিশনাল অফিস (S.D.O)
কোলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেকোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিস

আবেদনপত্র কোথায় জমা দিতে হয়?

গ্রামাঞ্চলের ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিস(BDO)
মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সাব-ডিভিশনাল অফিস (S.D.O)
কোলকাতা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেকোলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিস

আবেদনপত্র পূরণ করার সময় মনে রাখতে হবে

  1. শুধুমাত্র বড়ো হাতের অক্ষরে ( ব্লকলেটারে ) সঠিক ভাবে আবেদনপত্র পূরণ করতে হবে
  2. বাধ্যতামূলক ষ্টার দেওয়া ঘর গুলি পূরণ করতে ভুলবেন না।
  3. আবেদনপত্রে সঠিক জাগায় পাসপোর্ট সাইজের ছবি লাগাতে ভুলবেন না।
  4. প্রত্যেক কাগজপত্ররে স্বাক্ষর করে দেবেন।

জয় বাংলা পেনশন প্রকল্পে এপ্লিকেশন ফর্ম

Leave a Comment