২১ বছর পর হারনাজ সান্ধুর হাত ধরে দেশে ফিরেছেন মিস ইউনিভার্সের খেতাব। কে এই হারনাজ সান্ধু?

harnaaz sandhu,হারনাজ সান্ধু

দীর্ঘ ২১ বছরে প্রতিজ্ঞার অবসান ঘটিয়ে আবারো দেশ ফিরলো মিস ইউনিভার্সের খেতাব। ১৯৯৪ সালে সুস্মিতা সেন ও ২০০০ সালে লারা দত্ত পর আবারো ২০২১ এ হারনাজ সান্ধু (harnaaz sandhu) হাত ধরে দেশে ফিরেছেন মিস ইউনিভার্সের খেতাব।

২০২১ এর অনুষ্ঠিত মেক্সিকোর সিম ইনভার্সের আসর থেকে জয় ছিনিয়ে নিলো ২১ বছর বয়সী ভারতীয় তরুণী হারনাজ সান্ধু। তার এই জয় ভারতের সকলের জন্য একটি খুশির খবর।সম্প্ৰতি একটি অনুষ্ঠানে সুস্মিতা সেন বলেছিলেন ভারত আবারো মিস ইনভার্স হবে।

কে হারনাজ সান্ধু ?

হারনাজ সান্ধুর পুরো নাম হারনাজ কৌর সান্ধু। তিনি একজন ভারতীয় মডেল। তার জন্ম ৩ মার্চ ২০০০। সিই হিসাবে তার বর্তমান বয়স ২১ বছর ১০ মাস। ২০২১ মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীকে মিস ইউনিভার্স এর মুকুট পেয়েছেন।

এর আগেতিনি মিস ডিভা 2021-এর মুকুট পেয়েছিলেন এবং মিস ইউনিভার্সের হিসাবে তৃতীয় ভারতীয় মহিলা। হারনাজ সান্ধু এর আগে 2019 ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব এবং 2019 ফেমিনা মিস ইন্ডিয়ার সেমিফাইনালের মুকুট পেয়েছিলেন।

Real NameHarnaaz Kaur Sandhu ( হারনাজ কৌর সান্ধু )
NicknameHarnaaz
ParentsFather’s name-NA, Mother’s name-NA
Date of birthBorn in 2000
AgeAbout 21 years old as of 2021
BirthplaceChandigarh, Panjab
ProfessionModel and actress
NationalityIndian
HometownChandigarh
Educational QualificationsGraduate
Marital StatusSingle
ReligionSikh
Height169 cm  | 1.69 meters  | 5″.9′
Weight58kg or 121 lbs
IndustryPunjabi Movies
Popular forRepresenting India at Miss Universe 2021
Net Worth 2021NA

হারনাজ সান্ধুর শিক্ষা

সান্ধু চণ্ডীগড়ের একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তিনি চণ্ডীগড়ের শিবালিক পাবলিক স্কুল এবং স্নাতকোত্তর গভর্নমেন্ট কলেজ ফর গার্লস, উভয়ই পড়াশোনা করেছেন। তিনি পাঞ্জাবি, হিন্দি এবং ইংরেজিতে সাবলীল।

FAQ

  1. হারনাজ সান্ধু কি বিবাহিত?

    হারনাজ সান্ধু এখনো বিয়ে করেননি।

  2. হারনাজ সন্ধুর বয়স কত?

    তিনি একজন ভারতীয় মডেল। তার জন্ম ৩ মার্চ ২০০০। সিই হিসাবে তার বর্তমান বয়স ২১ বছর ১০ মাস। ২০২১ মিস ইউনিভার্স সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীকে মিস ইউনিভার্স এর মুকুট পেয়েছেন।

  3. হারনাজ সান্ধুর শিক্ষাগত যোগ্যতা কী কী?

    তিনি চণ্ডীগড়ের গভর্নমেন্ট কলেজ ফর গার্লস থেকে স্নাতক করেছেন।

  4. হারনাজ সান্ধুর ওজন কত ?

    হারনাজ সান্ধুর ওজন ৫৮ কেজি বা ১২১ পাউন্ড।

  5. হারনাজ সান্ধুর উচ্চতা কত ?

    হারনাজ সান্ধু উচ্চতা ১৬৯ সেমি বা ১.৬৯ মিটার বা ৫ .৯ ফুট।

বঙ্গ আলো একটি বাংলা খবর ওয়েবসাইট। এখানে আমরা বাংলায় দেশ বিদেশের বিভিন্ন খবর উপস্থাপন করা হয়। এছাড়াও আপনাদের বিভিন্ন দরকারি বিষয়বস্তু আপনার নিজের মাতৃভাষার, অর্থাৎ বাংলায় উপস্থাপন করা আমাদের প্রধান লক্ষণ।আপনাদের কাছে সঠিক তথ্য সুন্দরভাবে উপস্থাপন করাই আমাদের পরম বক্তব্য।
Leave a Comment