দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত। এই জেলার জন্ম হয় ১৯৯২ সালের ১ লা এপ্রিল। পূর্বের দিনাজপুর জেলাকে ২ টি ভাগ বিভক্ত করে এই জেলা তৈরি হয়েছিল। এই দিনাজপুর জেলার দক্ষিণ অংশই হল দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলার সদর শহর হল বালুরঘাট। দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর নাম অনুসারে রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয়েছিল দিনাজপুর। এখন সেটি বাংলাদেশের অন্তর্গত। ব্রিটিশ সরকার এই রাজার সম্মানে জেলার নামকরণ করেন দিনাজপুর।
দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস
প্রাচীনকালে অবিভক্ত দিনাজপুর জেলা ছিল পুন্ড্র সাম্রাজ্যের অংশ। এই রাজ্যের রাজধানী ছিল মহাস্থানগড়। যার ধ্বংসাবশেষ পাওয়া গেছে বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে। ১৭৬৫ খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। তারপর গঠিত হয়েছিল দিনাজপুর জেলা। ১৭৯৮ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি এই অঞ্চলে বাংলাতে বই ছাপার কাজ শুরু করেন। এখানে একটি নীল কারখানা ছিল। যা ১৭৯৯ খ্রিস্টাব্দে বন্ধ হয়ে যায়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার সময় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দিনাজপুর জেলা। এই জেলার বেশ কিছুটা অংশ যুক্ত হয় পূর্ববঙ্গের সাথে।
দক্ষিণ দিনাজপুর জেলার অবস্থান
এই জেলা ২৫° ১০’ ৫৫” উত্তর থেকে ২৬° ৩৫’ ১৫” উত্তর অক্ষাংশে আর ৮৮° ০৯’ ০৭” পূর্ব থেকে ৮৯° ০০’ ৩০” পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। দক্ষিণ দিনাজপুর জেলার উত্তর দিকে রয়েছে উত্তর দিনাজপুর ও বাংলাদেশ। আর পশ্চিম দিকে রয়েছে মালদহ জেলা। এই জেলার আয়তন ২ হাজার ২১৯ বর্গ কিলোমিটার। আয়তনের নিরিখে এই জেলা পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টাদশ তম স্থানে রয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার জনসংখ্যা
২০০১ সালের জনগণনা অনুযায়ী এই জেলার জনসংখ্যা ছিল ১৫ লাখ ৩ হাজার ১৭৮ জন। তা ২০১১ সালের জনগণনায় বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৭৬ হাজার ২৭৬ জনে। জনসংখ্যার নিরিখে দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের উনিশতম জেলা। পশ্চিমবঙ্গের প্রায় ১.৮৪ শতাংশ মানুষ দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। এই জেলার ঘনত্ব ৭৫৫ বর্গ কিলোমিটার।
দক্ষিণ দিনাজপুর জেলার ভূপ্রকৃতি
দক্ষিণ দিনাজপুর জেলা পুরনো পলল মৃত্তিকা দ্বারা গঠিত। এই জেলা মোটামুটি সমতল। তবে এটি সমুদ্রতল থেকে ১৫ মিটার উঁচুতে অবস্থিত। দক্ষিণ দিনাজপুর জেলা দুটি উপাঞ্চলে বিভক্ত। একটি হল মহানন্দা সমভূমি আর অপরটি বালুরঘাট অঞ্চলের সমভূমি।
দক্ষিণ দিনাজপুর জেলার ধর্মীয় উৎসব
এখানে দুর্গাপুজো, কালী পুজো, বসন্ত পঞ্চমী, শিবরাত্রি, রথযাত্রা, ঈদ-উল-যোহা, মহরম, ঈদ-উল-ফিতর, গুরু নানক জয়ন্তী ও বড়দিন উদযাপন করা হয়।
দক্ষিণ দিনাজপুর জেলার নদ-নদী
এখানকার কয়েকটি নদী হল – টাঙ্গন, ইছামতি, খাগরা, শ্রী, চিরি, তুলাই, হাড়ভাঙা, পুনর্ভবা ও আত্রাই নদী প্রভৃতি।
দক্ষিণ দিনাজপুর জেলার বনভূমি
দক্ষিণ দিনাজপুর জেলার মাত্র ১১ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল জুড়ে বনভূমি রয়েছে।
দক্ষিণ দিনাজপুর দর্শনীয় স্থান
এখানকার কয়েকটি দর্শনীয় স্থান হল –
১. কীচক কুন্ড
২. বড়গ্রাম রাজবাড়ীর ধ্বংসাবশেষ
৩. বালুরঘাট জেলা গ্রন্থাগার
৪. বালুরঘাট মিউজিয়াম
৫. সরনবাড়ি উদ্যাণ
৬. বোল্লা কালীমন্দির
৭. মা বিদ্যেশ্বরী মন্দির
৮. গোপালগঞ্জ ইসকন মন্দির ইত্যাদি।
এছাড়াও এখানে রয়েছে একাধিক দিঘি। যেমন – আলতাদীঘি, কালাদীঘি, গৌরদীঘি, প্রাণসাগর, তপনদীঘি ইত্যাদি।
দক্ষিণ দিনাজপুর জেলার মেলা
এখানকার কয়েকটি উল্লেখযোগ্য মেলা হল –
১. পীরের মেলা
২. বারুনী স্নান
৩. বোলবোম
৪. চরক মেলা
৫. বোল্লা মেলা ইত্যাদি।
দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা ব্যবস্থা
২০১১ সালের জনগণনা অনুযায়ী এখানকার সাক্ষরতার হার ৭২.৮২ শতাংশ। এখানকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হল –
১. অগ্রণী মহিলা সমিতি বিদ্যালয়
২. আশুতোষ বালিকা বিদ্যালয়
৩. অভিযাত্রী বিদ্যানিকেতন
৪. শিহোল উচ্চ বিদ্যালয়
৫. বালুরঘাট উচ্চ বিদ্যালয়
৬. তপন উচ্চ বালিকা বিদ্যালয়
৭. উতরাইল উচ্চ বিদ্যালয়
৮. বড়কৈল উচ্চ বিদ্যালয়
৯. আনন্দবাগান শিক্ষা নিকেতন
১০. বালুরঘাট টেকনো গ্লোবাল
১১. গঙ্গারামপুর মহাবিদ্যালয়
১২. দেওয়ান আব্দুল গণী মহাবিদ্যালয়
১৩. বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়
১৪. কুমারগঞ্জ মহাবিদ্যালয়
১৫. হিলি বহু শিল্প প্রযুক্তি মহাবিদ্যালয় ইত্যাদি।
দক্ষিণ দিনাজপুর জেলার পরিবহন ব্যবস্থা
সড়ক পথের পাশাপাশি এখানে রয়েছে রেলপথের সুব্যবস্থা। এখানকার কয়েকটি রেলস্টেশন হল – বালুরঘাট রেলস্টেশন, গঙ্গারামপুর রেলস্টেশন, বুনিয়াদপুর রেলস্টেশন ইত্যাদি। এখানে ৮৩ কিলোমিটার দীর্ঘ ৫১২ নম্বর জাতীয় সড়ক রয়েছে। এখানে বালুরঘাট বিমানবন্দর রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি।
দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযোগ্য ব্যক্তি
এই জেলার সাথে সম্পর্কযুক্ত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন –
১. রণেন বর্মন
২. অর্পিত ঘোষ
৩. অভিজিৎ সেন
৪. মধুমঙ্গল মালাকার
৫. তাপস কুমার কুন্ডু
৬. সুধীর কান্ত অধিকারী প্রমূখ।
দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক ব্যবস্থা
দক্ষিণ দিনাজপুর জেলা ২ টি মহকুমাতে বিভক্ত। একটি হল, বালুরঘাট মহকুমা আর অপরটি গঙ্গারামপুর মহকুমা। এই জেলায় আবার ২ টি পৌরসভা রয়েছে। যথা :- বালুরঘাট ও গঙ্গারামপুর । দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ৫ টি জনগণনা নগর। যথা :- ডাকরা, চকভৃগু, গোপালপুর, হরিরামপুর, পার পাতিরাম।
এই জেলায় মোট ৮ টি তহশিল বা সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে। যথা :- কুমারগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক, তপন সমষ্টি উন্নয়ন ব্লক, বালুরঘাট সমষ্টি উন্নয়ন ব্লক, হিলি সমষ্টি উন্নয়ন ব্লক, কুশমন্ডি সমষ্টি উন্নয়ন ব্লক, গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন ব্লক, বংশীহারী সমষ্টি উন্নয়ন ব্লক, ও হরিরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক।
দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র লোকসভা কেন্দ্র হল বালুরঘাট। এছাড়াও রয়েছে ৬ টি বিধানসভা আসন। যথা :- কুশমন্ডি, হরিরামপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বালুরঘাট ও তপন।
দক্ষিণ দিনাজপুর জেলা কিসের জন্য বিখ্যাত ?
উঃ দক্ষিণ দিনাজপুর জেলা লোকসংস্কৃতি, নাটুয়া নাচ, জং গান, মোখ নাচ ইত্যাদির জন্য বিখ্যাত।
দক্ষিণ দিনাজপুর জেলায় কয়টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে ?
উঃ এই জেলায় মোট ৮ টি তহশিল বা সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে। যথা :- কুমারগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক, তপন সমষ্টি উন্নয়ন ব্লক, বালুরঘাট সমষ্টি উন্নয়ন ব্লক, হিলি সমষ্টি উন্নয়ন ব্লক, কুশমন্ডি সমষ্টি উন্নয়ন ব্লক, গঙ্গারামপুর সমষ্টি উন্নয়ন ব্লক, বংশীহারী সমষ্টি উন্নয়ন ব্লক, ও হরিরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক।
দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা কয়টি ?
উঃ দক্ষিণ দিনাজপুর জেলা ২ টি মহকুমাতে বিভক্ত। একটি হল, বালুরঘাট মহকুমা আর অপরটি গঙ্গারামপুর মহকুমা।
দক্ষিণ দিনাজপুর জেলায় কয়টি জনগণনা নগর আছে ?
উঃ দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে ৫ টি জনগণনা নগর। যথা :- ডাকরা, চকভৃগু, গোপালপুর, হরিরামপুর, পার পাতিরাম।
দক্ষিণ দিনাজপুর জেলার মেলা সম্পর্কে লেখ।
উঃ এখানকার কয়েকটি উল্লেখযোগ্য মেলা হল –
১. পীরের মেলা
২. বারুনী স্নান
৩. বোলবোম
৪. চরক মেলা
৫. বোল্লা মেলা ইত্যাদি।
দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি ?
উঃ দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান নদী হল আত্রাই নদী।
দক্ষিণ দিনাজপুর জেলার পাহাড় সম্পর্কে লেখ।
উঃ এই জেলা উত্তরবঙ্গের অন্তর্গত হলেও এখানকার ভূমিভাগ সমতল। ফলে এখানে কোন পাহাড় নেই।
দক্ষিণ দিনাজপুর জেলার লোকসভা কেন্দ্র কয়টি ?
উঃ দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র লোকসভা কেন্দ্র হল বালুরঘাট।
উপসংহার :
দক্ষিণ দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গের মালদা বিভাগের অন্তর্গত। এই জেলার জন্ম হয় ১৯৯২ সালের ১ লা এপ্রিল। পূর্বের দিনাজপুর জেলাকে ২ টি ভাগে বিভক্ত করা হয়েছিল। দিনাজপুর জেলার দক্ষিণ অংশই হল দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলার সদর শহর হল বালুরঘাট। উত্তর দিনাজপুর জেলার একমাত্র লোকসভা কেন্দ্র হল বালুরঘাট। দিনারাজ দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন। তাঁর নাম অনুসারে রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয়েছিল দিনাজপুর। এখন সেটি বাংলাদেশের অন্তর্গত। ব্রিটিশ সরকার এই রাজার সম্মানে জেলার নামকরণ করেন দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর জেলা পুরনো পলল মৃত্তিকা দ্বারা গঠিত।